কিশোরগঞ্জের ভৈরবে ড্রেজারে বালু তোলার বিল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার মুন্সিবাড়ির নজরুল ইসলাম পাশের বাড়ির রুবেলের কাছে ড্রেজারে বালু তোলার বিল বাবদ এক লাখ চার হাজার টাকা পেতেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেওয়ায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের ১২ জন আহত হন। দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার জানান, পাওনা টাকা পরিশোধ না করায় ঘটনার সূত্রপাত হয়। পরে টাকা পরিশোধের আশ্বাস দিলে পুলিশের সহায়তায় সংঘর্ষ থামে।
এ বিষয়ে ভৈরব থানার এসআই মাজহারুল হক জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। বর্তমানে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।