ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমির মিয়ার ছেলে মো. সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২), দুই মেয়ে ফারিয়া (৪) এবং ফাহিমা (২)।
জানা যায়, সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন মৃত জান্নাতুলের মা মনু বেগম। এ সময় কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজনদের ডাকেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মাহাবুবুর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।