রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবুল কাশেম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা।’
‘
শনিবার (২৭ জুলাই) দুপুরে কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসের কারখানার অভ্যন্তরীণ পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।’
‘
স্থানীয়রা জানান, আবুল কাশেম এক সময় কেপিএম কারখানায় মাস্টার রোলে মেশিন হাউজে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মিলস কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। এরপর থেকে আবুল কাশেম নিখোঁজ ছিলেন। তার পরিবার বিষয়টি কাপ্তাই থানায় জানায়। পরে তার খোঁজে অভিযান চালানো হয়। একপর্যায়ে ফোন ট্র্যাকিং করে কেপিএম কারখানার অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার লাশ পাওয়া যায়।’
‘
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম, লাশটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।