ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএসে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আখতার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আখতার ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বিদ্যুৎ চলে গেলে ঘরে থাকা আইপিএস সংযোগ স্থাপন করতে যান আখতার। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মরদেহ হাসপাতালে আনা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।