1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজ ছাত্রীর অনশন » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৯:৪০|

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯৭৪ বার সংবাদটি পড়া হয়েছে
99

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের দাবি নিয়ে ছাত্রদল নেতার বাড়িতে অনশনে বসেছে এক কলেজ ছাত্রী। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রিয়াদুল হক নামে ওই ছাত্রদল নেতার বাড়িতে অনশনে বসেন কলেজ ছাত্রী।

রিয়াদুল হক বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর শহরের মিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। জানা যায়, বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ২১) এর সঙ্গে ছাত্রদল নেতা রিয়াদুল হকের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেম চলাকালীন সময়ে রিয়াদুল হক ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন যায়গায় নিয়ে যায় এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার রিয়াদুল হক ওই ছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখায় এবং তার বাড়িতে আসতে বলেন। রিয়াদুলের কথামত ওই ছাত্রী সন্ধ্যায় তার বাড়িতে গেলে তাকে রেখেই গাঢাকা দেয় রিয়াদুল। পরে ওই কলেজ ছাত্রী বার বার রিয়াদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। এক পর্যায়ে রিয়াদুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেন।

এব্যাপারে অনশনে বসা কলেজ ছাত্রী জানান, তাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছেন রিয়াদুল হক। তাই তিনি রিয়াদুলের বাড়িতে এসেছেন কিন্তু তাকে রেখেই পালিয়েছে রিয়াদুল হক।

অভিযুক্ত রিয়াদুল হকের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মেয়েটি অনশনে বসেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024