জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর বৃদ্ধা ছিরাতন বেওয়া (৬২) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি পিন্টু(৩৫) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ও সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টা দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার পাকুল্লা বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ পিন্টু (৩৫) মাদারগঞ্জের রায়েরছড়া মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, মাদারগঞ্জের রায়েরছড়া মধ্যপাড়া মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ এবাদুল্লাহ নয়ন মিয়া (৩০) তার বসত বাড়ীর পিছনে ৭৭ শতাংশ জমি ক্রয় মূলে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছিল। সে জমি চলতি বছরের ৯ জুন সকালে আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে বাড়ীতে প্রবেশ করে ভাংচুর শুরু করে এবং জমিতর ফসলাদি নষ্ট করে এসময় তাদের বাঁধা দিতে গেলে আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নয়ন মিয়াকে এলোপাথারীভাবে মারপিট শুরু করে।
এ সময় বাধা দিতে গেলে নয়ন মিয়ার বৃদ্ধা দাদী মোছাঃ ছিরাতন বেওয়া (৬২)‘কে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করে আসামীরা। এমন সময়ে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নয়ন ও তার দাদি ছিরাতন বেওয়াসহ অন্যান্যকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।ছিরাতন বেওয়ার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে,সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার ছিরাতন বেওয়া‘কে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের নাতী মোঃ এবাদুল্লাহ নয়ন মিয়া (৩০) বাদী হয়ে ১২ তারিখে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামীগণ গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
র্যাব -১৪, সিপিসি-১,জামালপুরের মেজর ও কোম্পানী অধিনায়ক মোঃ আব্দুর রাজ্জাক জানান, উল্লেখিত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত মামলার ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত আসামীদের ধরতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১২-টা দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার পাকুল্লা বাজার এলাকা হতে হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মাদারগঞ্জের রায়েরছড়া মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ পিন্টু (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে মাদারগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।