বৃষ্টিতে বিলম্বিত হওয়া ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অবশেষে শুরু হচ্ছে। এরই মধ্যে হাইভোল্টেজ ম্যাচটির টস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অনুষ্ঠিত হওয়া টসে জিতেছে ইংল্যান্ড। কাপ্তান জশ বাটলার ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। বৃষ্টি না নামলে ম্যাচ শুরু হবে রাত ৯টা ৪৫ মিনিটে।
এর আগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা। ৮টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। ক
প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে নেই তা। বৃষ্টির কারণে এই ম্যাচটি মাঠে গড়াতে সমস্যা দেরি হলে ২৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর পরিত্যক্ত বা বাতিল ঘোষণা হবে। ম্যাচটি বাতিল হলে ইংল্যান্ডকে টপকে ভারত চলে যাবে ফাইনালে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রণীত প্লেয়িং কন্ডিশনে বলা আছে, প্রথম সেমিফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে নেই। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার এইট পর্বে ইংল্যান্ডের চেয়ে (৩ ম্যাচে ৪ পয়েন্ট) ভারতের পয়েন্টই (৩ ম্যাচে ৬) বেশি ছিল। এটাই টুর্নামেন্টের নিয়ম।