কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করলেন কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মননশীল করতে, কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বাৎসরিক এডিবি তহবিল হতে মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
সোমবার (২৫ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী রবিউল ইসলাম মহোদয় সাইকেল বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুন্সী মোঃ মনিরুজ্জামান মহোদয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ সহকারী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল আজম,সদস্য জনাব মোঃ শরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শাহিনুজ্জামান সহ কর্মচারীবৃন্দ।
সাইকেল বিতরণ কালে কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী রবিউল ইসলাম মহোদয় বলেন, মেয়েরা বাইসাইকেল চালিয়ে স্কুলে গেলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। তাদের বিচরণক্ষেত্র অনেক বড় হয়। জানার পরিধিও বেড়ে যায়। এটাই নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ।
এখন বাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার মধ্যে মেয়েদের লজ্জা বা ভয়ের কিছু নেই। আগামীতে তাদের ভবিষ্যত উজ্জ্বল হোক।
Post Views: 265
এ ক্যাটাগরীর আরো সংবাদ..