সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুঁড়েছে ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান।
বাংলাদেশের সেরা বোলার আজ তানজিম সাকিব। ২ উইকেট নিতে তিনি দেন ৩২ রান। রিশাদ খরুচে হলেও গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। দুই অফ স্পিনার মাহমুদউল্লাহ ও মাহেদীর ৬ ওভারে এসেছে ৩৬ রান। কিন্তু মুস্তাফিজ ছিলেন বেশ খরুচে, ৪ ওভারে দেন ৪৮ রান। ৩ ওভারে ৩৭ রানে ১ উইকেট সাকিবের। ২৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া।
এর আগে শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামে দুই দল। আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিনের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে সেমিফাইনালে উন্নীত হওয়ার রেসে থাকবে। হেরে গেলে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হবে টাইগার বাহিনীকে। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উন্নীত হয় বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য।