টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার এইটের পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প দেখছে না টিম টাইগার্স। কন্ডিশন বিবেচনায় একাদশে আসতে পারে পরিবর্তন। সাকিব আল হাসানের অফফর্ম নিয়ে চিন্তা করছেন না অধিনায়ক নাজমুল শান্ত। বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
তামিম-সাকিবদের হাতছানি দিয়ে ডাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের জয় পাওয়ায় সেই সম্ভাবনা উজ্জ্বল হয়। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে টাইগারদের সামনে। ম্যাচটিতে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যেত সুপার এইট। অবশ্য এখনো সুযোগ রয়েছে টাইগারদের সামনে। আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ডাচদের বিপক্ষে জয় পেলে প্রসারিত হবে সুপার এইটে খেলার পথ।
তবে এমন ম্যাচের আগে টাইগার সমর্থকদের মনে ভয় বৃষ্টির পেটে যাবে না তো এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় টাইগারদের সামনে সুপার এইটের পথ আরও সহজ হয়ে যায়। এই ম্যাচের ফলাফলের ওপর তাকিয়ে আছে গ্রুপ ‘ডি’ এর বাকি চারদল। ইতোমধ্যে এখান থেকে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
একটি স্পটের জন্য লড়াইয়ে রয়েছে গ্রুপের বাকি চার দল। যদিও এ ম্যাচের ফলাফল হলে, শেষ হয়ে যাবে লঙ্কানদের ক্ষীণ সম্ভাবনা। তাই এমন ম্যাচের দিনে আবহাওয়া বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু’দলের সামনে।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে মুখিয়ে আছে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা টাইগার ভক্তরা। বাংলাদেশে ম্যাচটি সরাসরি দেখাবে নাগরিক টিভি। ম্যাচটি বিনামূল্যের পাশাপাশি সাবক্রিপশনের মাধ্যমেও মোবাইলে দেখার সুযোগ রয়েছে। বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে এই লিঙ্কে ক্লিক করুন। এ ছাড়া নূন্যতম একদিনের প্যাকেজ কিনে ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করতে হবে।এছাড়াও বল বাই বল ম্যাচ আপডেট পেতে এখানে ক্লিক করুন।