বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করল ভারত। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা। আইরিশদের দেওয়া ৯৭ রানের লক্ষ্য ৪৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রোহিত শর্মার দল।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি রোহিত । ভারত অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা কম রানে সম্ভব আয়ারল্যান্ডকে আটকে দেওয়া। রোহিতকে হতাশ করেননি আর্শদ্বীপ সিং-হার্দিক পান্ডিয়ারা। তাদের সামনে দাঁড়াতেই পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা।
প্রথম ইনিংসের তৃতীয় ওভারেই ভারতকে ব্রেক থ্রু এনে দেন আর্শদ্বীপ। তার বলে তুলে মারতে গিয়ে রিশভ পন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পল স্টার্লিং। ওই ওভারের শেষ বলে আরেক ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ফেরান বাঁহাতি এ পেসার।
নে নেমে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন লরকান টাকার। কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৩ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে হার্দিকের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন টাকার। হ্যারি টেক্টর তেমন কিছুই করতে পারেননি। ১৬ বলে মাত্র ৪ রান করেছেন তিনি। ১টি করে বাউন্ডারি ও ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ক্যাম্ফার। তবে তিনিও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে। হার্দিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আইরিশ এ অলরাউন্ডার। তার আগে ৮ বলে খেলেছেন ১২ রানের ইনিংস।
আয়ারল্যান্ড মূলত ৯৬ রান করতে পেরেছে লিটল ও গ্যারেথ ডিলানির কল্যাণে। দুজনের জুটিতে ওঠে ১৮ বলে ২৭ রান। ১৩ বলে ১৪ রান করে লিটল বুমরাহর বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি। ডিলানি খেলেন ১৪ বলে ২৭ রানের ইনিংস।
ভারতের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন হার্দিক। ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও আর্শদ্বীপ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি কোহলি। ৫ বলে করেছেন মাত্র ১ রান। তবে আরেক ওপেনার রোহিত খেলেছেন দুর্দান্ত। আইরিশ বোলারদের উপর বেশ চড়াও হয়ে খেলেছেন তিনি। লিটল-অ্যাডায়াররা বাজে বল করলেই বাউন্ডারি মেরেছেন ভারত অধিনায়ক। ৩৬ বলে ফিফটি তুলে নেন রোহিত। অর্ধশতক করার পর আর এক বল খেলেছেন তিনি। হাতে ব্যথা পাওয়ায় রিটায়ার্ড হয়ে উঠে যান রোহিত। তার আগে ৩৭ বলে খেলেছেন ৫২ রানের দুর্দান্ত ইনিংস।
তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেছেন পন্ত। ২৬ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল সুর্যকুমার যাদবের সামনেও। কিন্তু অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট।