কুষ্টিয়ার খোকসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৫ জুলাই) সকালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, পিতা-মাতা এবং শিক্ষাগুরুর সম্মান প্রভৃতি বিষয়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউ এন ও) রিপন বিশ্বাস। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেরিনা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।
এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে এ উপজেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারীরা সহ ,অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এম/আর