ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে প্রধান কোচের দায়িত্বে আবারও টাইগার শিবিরে ফিরছেন রাসেল ডমিঙ্গো। সেই প্রেক্ষিতে আজ সকালে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ডমিঙ্গো।
সকাল ৮টা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান টাইগারদের প্রধান কোচ। বাংলাদেশে তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমদে টিটু।
এর আগে গেল মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘ভারত সিরিজ অনেক হাই ভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি।’
বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি
প্রথম ওয়ানডে- ৪ ডিসেম্বর, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে- ৭ ডিসেম্বর, মিরপুর
তৃতীয় ওয়ানডে- ১০ ডিসম্বের, মিরপুর
প্রথম টেস্ট- ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট- ২২-২৬ ডিসেম্বর, মিরপুর