ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাবেক শিক্ষক মরহুম ইব্রাহিম স্মৃতি আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিরোপা নির্ধারণের ম্যাচে ২০১৬-১৭ শিক্ষাবর্ষকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, মো: নাজমুল হুদা, মো: কামাল উদ্দিন, মো: শাহাবুব আলম প্রমুখ।
এসময় পরাজিত দলকে রানার্সআপ ট্রফি ও বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন বিভাগের শিক্ষকরা। এছাড়াও উভয় টিমের সদস্যদের মেডেল প্রদান করা হয়।
প্রসঙ্গত, “খেলাধুলা না করে নিছক বিদ্যা অর্জন যৌবনের উদ্যম, শক্তি ও কর্মক্ষমতার অপচয় ঘটায়” এই উপজীব্যকে ধারণ করে এবছর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।