1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| দুপুর ১:২৬|

মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫ বার সংবাদটি পড়া হয়েছে
untitled 1 1710389046

চলছে আরবি রামজান মাস। মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়ে পবিত্র এই মাস। বুধবার (১৩ মার্চ) দ্বিতীয় রোজার দিন বাংলাদেশ ক্রিকেট দল মুখোমুখি হয় শ্রীলঙ্কার। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ‌ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এদিন রোজা রেখেই মাঠে নামেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিন অন্যান ক্রিকেটারের মতো রোজা ছিলেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিব। খেলা চলাকালীন তাকে মাঠে পানি খেতে দেখা গিয়েছিল। ইতিপূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে বেশ সমালোচিত ছিলেন তানজিম সাকিব। যা গতকাল উসকে দিয়েছে আরও কিছুটা।

শ্রীলঙ্কার ইনিংস শেষের পরেই এই নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। ম্যাচ শেষে সংবাদ ম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছেও জানতে চাওয়া হয় এ প্রসঙ্গে। জবাবে মুশফিক খানিক হেসে বলেন, ‘আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।’

পেস বোলারদের জন্য রোজা রেখে খেলাটা কঠিন। মুশফিক বলেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

এই ঘটনার বাইরেও অবশ্য তানজিম সাকিব আজ মাঠে নিজের সেরাটাই দিয়েছেন। বিপজ্জনক হয়ে ওঠা দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়েছেন দারুণ দুই ডেলিভারিতে। আরেক ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকেও ফেরান তিনি। ৮ ওভারে ৬১ রান তোলা শ্রীলঙ্কাকে দ্রুত আটকে দিতে কার্যকরী ভূমিকা ছিল তানজিম সাকিবের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024