আপনার প্রশ্ন ও জিজ্ঞাসা পর্বে আজকের প্রশ্ন: কোরআন রাখা রুমে স্ত্রী সহবাস করার হুকুম কী?
পবিত্র কোরআনকে সম্মান করা ও সংরক্ষণ করা আবশ্যক হওয়ার ব্যাপারে আলেমদের মাঝে কোনো মতভেদ নেই। আলেমগণ কোরআনকে সংরক্ষণ ও সম্মান করার ব্যাপারে সর্বসম্মতভাবে একমত।
কোরআনকে মাটিতে ফেলে রাখা কিংবা নাপাক জায়গায় ফেলে রাখা কিংবা কোরআনকে পা দিয়ে মাড়ানো কিংবা কোরআনের উপর থুথু ফেলা… ইত্যাদি যে অবস্থাগুলো আল্লাহর বাণীকে অপমান করার প্রমাণবহ।
এ অবস্থাগুলোর মধ্যে যে রুমে কোরআন রাখা আছে সেই রুমে স্ত্রী সহবাস করার অবস্থাটি নেই; তাই কারো অন্য কোনো রুম থাকুক কিংবা না থাকুক।
এক ব্যক্তি ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞেস করেছিলেন আমি যে বিছানায় স্ত্রীর সঙ্গে সহবাস করি সেই বিছানার উপর মুসহাফ (কোরআনগ্রন্থ) রাখতে পারব? তিনি বললেন: হ্যাঁ।
উল্লেখ্য, অধিকাংশ মুসলমানের ঘরে কোরআন থাকে। আলেমদের যতগুলো কিতাব দেখা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এতে আমরা আলেমদের এমন কোনো কথা পাইনি যে, যেই রুমে কোরআনগ্রন্থ আছে সেই রুমে স্ত্রী সহবাস করা যাবে না।
যদি এমন কিছু হতো তাহলে অবশ্যই তারা তাদের গ্রন্থসমূহে সেটি উল্লেখ করতেন ও বর্ণনা করতেন; যেমনিভাবে তারা অন্য বিষয়গুলো উল্লেখ করেছেন।
যেহেতু তারা এমন কিছু বা এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু উল্লেখ করেননি সুতরাং এটি মূল (জায়েজ) অবস্থাকে আঁকড়ে ধরা ও মূলের ওপর বহাল থাকার প্রমাণ বহন করে।