1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
খেলার মাঠে হারানো ঐতিহ্য আবার ফেরাতে হবে : এমপি জর্জ » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনামঃ

খেলার মাঠে হারানো ঐতিহ্য আবার ফেরাতে হবে : এমপি জর্জ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১ বার সংবাদটি পড়া হয়েছে
305956089 1218144439037026 7115169262904578179 n
বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ছবি রোববার সন্ধায় পান্টি ডিগ্রী কলেজ মাঠ থেকে তোলা।

কুষ্টিয়ার কুমারখালীতে মরহুম মতিয়ার রহমান নবাব মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কা বিতরণী অনুষ্ঠিত হয়। পান্টি ইউনিয়নের সাবেক ও বর্তমান খেলোয়ার বৃন্দের আয়োজনে রোববার বিকেলে পান্টি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

 

উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

 

 

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম আব্দুল্লাহ টিপু মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিঞার সার্বিক সহযোগীতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সহ অনেকে।

305735276 3186427564939297 3984896218751677389 n

খেলায় প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। ছবি কুষ্টিয়া প্রতিনিধি

 

 

 

এদিকে ফাইনাল খেলা দেখতে দুর দুরান্ত থেকে হাজার হাজার দর্শক হাজির হন পান্টি ডিগ্রী কলেজের খেলার মাঠে। কলেজের বহুতল ভবন ও ভবনের ছাদ, টিনসেট, আমগাছসহ খেলার মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ ছিল দর্শকে।

 

 

 

আয়োজক সুত্রে জানা গেছে, মরহুম মতিয়ার রহমান নবাব মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে কুমারখালী স্পোর্টিং ক্লাব বনাম পোড়াদহ শফি স্মৃতি সংঘ ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময় দুইদল এক এক গোলে ড্র করে। পরবর্তীতে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে কুমারখালী স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি ও নগদ ৩০ হাজার টাকা পুরস্কার লাভ করে পোড়াদহ শফি স্মৃতি ফুটবল একাদশ। রানার্স আপ দলকে নগদ ২০ হাজার পুরস্কার ও ট্রপি দেওয়া হয়। পুরস্কার তুলে দেন খেলার প্রধান অতিথি ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

305663151 3375001969448773 2958698113822431815 n

বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ছবি রোববার সন্ধায় পান্টি ডিগ্রী কলেজ মাঠ থেকে তোলা।

 

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। নিয়মিত খেলার আয়োজন করতে হবে এবং খেলার মাঠের হারানো ঐতিহ্য ফেরাতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহযোগীতা করে। বর্তমান সরকার খেলাধূলার উন্নয়ন কাজ করছেন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024