বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন – কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২), নুনু প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি।
কাহালু থানার এসআই মাসুদ আলী জানান, ওই তিন যুবক মটরসাইকেলে করে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় গরুর নিহারী খেতে যাচ্ছিলেন। তারা দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে – নওগাঁগামী একটি ট্রাক পিছন থেকে মটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, তিনজনের মরদেহ ও তাদের মটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা শনাক্ত করা যায়নি।