অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। পুরো আসরজুড়েই দারুণ পারফরম্যান্স করা যুব টাইগাররা প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে দেশে ফিরছেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল। বিমান বন্দরে পা রাখার পর এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।
এদিকে, যুব ক্রিকেটাররা এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ায় ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেন।