এই দিনটি মনে করিয়ে দেয় প্রিয়োত্তম শিক্ষকদের কথা । মনে পড়ছে প্রাইমারি স্কুলের প্রথম স্নেহচ্ছায়া ইসমাইল স্যার, কোমল-কঠোর নুরুল স্যার, মমতা-জননী শান্তি আপা, হাইস্কুলের প্রাণোচ্ছল মজিবর স্যার, ধীরস্থির, সময়নিষ্ঠ শাহাবুদ্দিন স্যার, কলেজের সুভাষী, স্মিত-শুভ্রমুখী খালেদা আপা-
বিশ্ববিদ্যালয়ের জ্ঞানতপস্বী জিল্লুর রহমান সিদ্দিকী স্যার, স্নেহশীল কবি মোহাম্মদ রফিক স্যার, সদা পড়াশুনামুখী,ভাষাতাত্ত্বিক মনিরুজ্জামান স্যারসহ অনেককে ।
এই নামগুলি আমার জীবনের বহুবর্ণিল দীপাবলির নাম, যেসব দীপ আমার জীবনকে নানান রঙে আলোকিত করতে চেয়েছে, আমার চিন্তালোক ভ’রে দিতে চেয়েছে শিক্ষার স্বর্ণশস্যে । আমি আলোকিত, সমৃদ্ধ হতে পারিনি সেটা আমার অক্ষমতা, তবে তাঁদের আলো জ্বালানোর চেষ্টাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি ।
নিজের কাছে একটা জিজ্ঞাসা থেকে যায় – শিক্ষকতার ‘চাকরি’ হয়ে উঠলো দুই দশকেরও বেশি, কিন্তু আমি ‘শিক্ষক’ হয়ে উঠলাম কতটুকু ??
লেখক:
মনোয়ার হুসেন মুরাদ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর।