সব ভাল তার শেষ ভাল যার। ব্রাজিলের অভেদ্য দূর্গ মারাকানা স্টেডিয়ামে ইতিহাস গড়ে জয় পায় আলবিসেলেস্তেরা। জিওভানি লো সেলসোর দূর্দান্ত কর্ণার কিক থেকে অসাধারণ এক হেডে এলিসন কে বোকা বানিয়ে গোল আদায় করে নেয় এল জেনারেল খ্যাত নিকোলাস অটামেন্ডি।
চার হলুদ আর এক রেড কার্ডের ম্যাচ শেষ হয় ১-০ গোলেই । কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকেনি মেসি বাহিনীর। ম্যাচ শেষেই আকাশের কালো মেঘের মত আর্জেন্টিনা শিবিরে ছড়িয়ে পরে কোচ স্কলানির দায়িত্ব ছাড়ার সংবাদ টি। বিশ্বকাপ জয়ী কোচ লিউনেল স্কলানি নিজেই সাংবাদিকদের জানান যে তিনি তার আর্জেন্টিনার দায়িত্ব খুব বেশিদিন রাখতে চাচ্ছেন না।
আর্জেন্টিনার কিছু সংবাদ মাধ্যম জানায় যে পারিবারিক কারণে মানষিক ভাবে ভাল নেই স্কলানি। তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছেন দলের জন্য ভাল চাচ্ছেন বলেই। কেউ কেউ বলছেন বোর্ড প্রেসিডেন্ট হাভিয়ের তাপিয়ার সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণেই দলে থাকতে চাচ্ছেন না সর্ব জয়ী এই কোচ।
এদিকে বোমা ফাটিয়েছে স্পেনের সংবাদ মাধ্যম “স্পোর্টস” তাদের মতে ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ডাকেই আর্জেন্টিনা ছাড়তে চাচ্ছেন স্কলানি। জাতীয় পর্যায়ে সব বিজয় শেষ তাই নতুন স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে ক্লাব ফুটবলে আগমন ঘটাতে যাচ্ছেন স্কলানি। যদিও মাদ্রিদের শর্ট লিষ্টে আরও আছেন ব্রাইটন কোচ রবার্তো ডি জার্বি, ইউরোপের আনবিটেন কোচ জাবি আলন্সো ও মাদ্রিদ এর সবচেয়ে প্রিয় জিনেদিন জিদান।
কিন্তু সব কিছুর মাঝে বিজয়ী মূলত ব্রাজিল। রিয়ালের ৪ বারের চ্যাম্পিয়নস লীগ জয়ী (দুইবার মিলান, দুইবার রিয়াল) কোচ কার্লো আঞ্চেলত্তিকে নিজেদের করে নিতে চলেছেন ব্রাজিল। ২০২৪ এর জুনে মাদ্রিদে তার কন্ট্রাক্ট শেষ হলেই ক্লাব ফুটবলে তার ইতি টেনে ইন্টারন্যাশনাল ফুটবলে নাম লেখাবেন ইতালিয়ান মাস্টারমাইন্ড ডন কার্লো।
ইউরোপের সেরা ৫ লিগ শিরোপা জয়ী কার্লোর শুন্যস্থান পুরন করতেই কিনা আর্জেন্টিনার কপাল পুরতে চলেছে রিয়াল মাদ্রিদ। রুমর সত্যি হলে আজকের ম্যাচে আর্জেন্টিনা জিতলেও চুড়ান্ত বিজয়ী হবে ব্রাজিল।