বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ১৫তম আসরের সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। বাঁচা-মরার এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ১৮৩ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য টপকাতে নেমে শেষ ওভারে রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরতে চাপে ছিল শ্রীলঙ্কা। ইনিংসের ষষ্ট ওভারে এবাদত হোসেন প্রথম ওভার করতে এসেই তুলে নেন দুটি উইকেট। তার আগে ২ রানে জীবন পান কুশল মেন্ডিস। তাসকিনের ওভারে শর্ট লেংথের বল এজড হয়ে চলে যাউ উইকেটের পেছনে। উইকেট রক্ষক মুশফিকুর রহিম ধরেও গ্লাভসে আটকাতে পারেননি বল। গোটা ইনিংসে মোট চারবার জীবন পাওয়া মেন্ডিস থামেন ৬০ রানের ইনিংস খেলে।
শুধু যে ক্যাচ মিসের কারণেই হেরেছে বাংলাদেশ তা নয়, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড আর নো বল দিয়েও হাতছাড়া করেছে ম্যাচ। ইনিংসে মোট ৮টি ওয়াইড, ৪টি নো বল, সঙ্গে তো ফ্রি হিট আছে। অথচ শ্রীলঙ্কা কোনো নো বা ওয়াইড করেনি।
বিস্তারিত আসছে…