কিশোরগঞ্জে উন্নয়ন মূলক ও সামাজিক কাজের মাধ্যমে জনমনে আশার আলো দেখাচ্ছে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানবিক যুব সংঠন।
খোঁজ নিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া ইউনিয়নে ” আদর্শ মানবিক যুব সংগঠন ” নামেএকটি সেচ্ছাসেবী সংগঠন এ জেলায় সামাজিক ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে জনমনে স্থান করে নিয়েছে।
সংগঠনটি ইতি পূর্বে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা , বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ সহ ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর মাধ্যমে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের ধারাবাহিক কর্যক্রমের অংশ হিসেবে একটি নিন্মবিত্ত পরিবারের মাঝে ঘরের চালের টিন সামগ্রী বিতরণ করেছে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি ও সাধারন সম্পাদক জানান, আমাদের সংগঠনের আরো কিছু মানবিক কাজ প্রক্রিয়াধীন রয়েছে, তা কিছুদিনের মধ্যেই সম্পন্ন করা হবে।
তারা আরো বলেন, সংগঠনের এই উন্নয়ন মূলক সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে, পাশাপাশি দেশ বাসীর কাছে দোয়া, সমর্থন ও তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাড়াবার আহবান জানিয়েছেন ।