উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন বাংলাদেশ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজ(NDC) ২৮ সদস্যের প্রতিনিধি দল।
রবিবার (১৭ জুলাই) ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) প্রতিনিধি দল দূতাবাস পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মঈনুল হক এবং মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
এ সময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার (১৭ জুলাই) দূতাবাসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সভা শুরুর পূর্বে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের নেতা রিয়ার এডমিরাল মোহাম্মদ মইনুল হক এবং মেজর জেনারেল শেখ পাসা হাবিব উদ্দিন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় অন্যান্য মধ্যে্ উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং বাংলাদেশ নৌ-বাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ওমান ও নাইজেরিয়া ব্রিগেডিয়ার জেনারেলরা।