1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ক্রিকেটকে বিদায় জানালেন অলক কাপালি » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৯:৩৭|

ক্রিকেটকে বিদায় জানালেন অলক কাপালি

অনলাইন ডেস্ক:  
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৪ বার সংবাদটি পড়া হয়েছে
556 1

তরুণদের সুযোগ দিতে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অলক কাপালি। তবে শর্টার ভার্সনের খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

 

সোমবার (২৯ আগস্ট) অলক কাপালি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি২০ ফরম্যাটে অংশগ্রহণ করেছি ।

 

এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তাই সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

 

তিনি আরও লিখেছেন, ‘আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গণের অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরো বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত ।

 

তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

alok kapali helped comilla clinch a thriller 1661777102

ছবি: ইন্টারনেট

আমি ২০২২/২৩ মৌসুম থেকে  শুধুমাত্র লিমিটেড ওভার  ক্রিকেট (ওডিআই, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করবো। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের  উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি  সাধ্যমতো চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি। ‘

 

উল্লেখ্য, ২০০২ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন কাপালি। এরপর ভারতের বিদ্রোহী টি-টোয়েন্টি লিগে (আইসিএল) নাম লিখিয়ে জায়গা হারান তিনি। পরে অবশ্য আইএসিএল থেকে নাম প্রত্যাহার করেন ডানহাতি অলরাউন্ডার।

 

২০১১ সালের এপ্রিলে ফের জাতীয় দলে ফেরা হলেও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হওয়ায় ফের ছিটকে যান। এরপর জাতীয় দলে আর ঢোকা হয়নি তার। তবে চালিয়ে যান ঘরোয়া ক্রিকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজারের ওপরে রান করেছেন এবং ২১৭ উইকেট নিয়েছেন। 

মিরর/শাহেদ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024