আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) এশিয়া কাপের যাত্রা শুরু হবে বাংলাদেশ দলের। নতুন পরিকল্পনায় ক্রিকেট খেলতে চলমান এশিয়া কাপের আগেই দলের অধিনায়ক থেকে শুরু করে কোচও বদল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে এশিয়া কাপের শুরুতেই দারুণ ছন্দে রয়েছে আফগানরা। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ১০৫ রানে অল আউট করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় নবীরা। বাংলাদেশের বিপক্ষে আটটি টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটিতেই জয় পায় আফগানিস্তান। তবে এসব পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (২৯ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব লেখেন, ‘গর্জনের সময় এখনই! মরুর বুকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা।’
মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ ‘বি’ এর খেলায় বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ।