এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আজ। কারণ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই দলের এই মহরণের উত্তাপ ছড়াবে পুরো ক্রিকেট বিশ্বে। দুই প্রতিবেশি দলের কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়।
আজকের ম্যাচ দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে পাকিস্তান। দুই দলের সবশেষ সাক্ষাতে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় বাবর আজমরা। আজও সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে দুই বারের এশিয়ান চ্যাম্পিয়নরা।
রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি। আজকের ম্যাচে পাকিস্তান ভক্তদের নজর থাকবে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দিকে। কিন্তু দলের বোলিংয়ের মূল অস্ত্র শাহীন শাহ আফ্রিদির অভাব হয়তো বোধ করবে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে তো ভারতের টপ অর্ডারে ধস নামান তিনি। এদিকে আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, উসমান কাদির ও মোহাম্মদ হাসনাইন।