রাজধানীর পল্টন ও যাত্রাবাড়িতে অজ্ঞান পার্টির কবলে পরে সর্বস্ব খুইয়েছেন দুই ব্যক্তি। পরে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
অজ্ঞান পার্টির কবলে পড়া দুই ব্যক্তি হলেন আবুল খায়ের (৩৭) ও মোঃ ইদ্রিস আলী (৫০)।
এরমধ্যে আবুল খায়ের মুন্সিগঞ্জ সদরের গাছপুকুর পাড় গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পাকস্থলী পরিস্কার করে তাকে ওয়ার্ডে ভর্তি করেন।’
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, বিকেল ৬টায় যাত্রাবাড়ীর শনির আখড়া বাস স্ট্যান্ডে অচেতন অবস্থায় ইদ্রিস আলীবে উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদরুল বলেন, ‘আমরা এখনো তার পূর্ণ পরিচয় জানতে পারিনি। সে সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে তার কাছ থেকে কি পরিমাণ টাকা-পয়সা ছিল।’