সুপার ফোরের অন্য ম্যাচগুলোয় যা হয় হোক, ভারত-পাকিস্তান ম্যাচের যেন ফলাফল হয়, সে জন্য টুর্নামেন্টের মাঝপথে নিয়ম বদলে এই ম্যাচের একটা রিজার্ভ ডে-ও রাখা হয়েছে। সেই রিজার্ভ ডে-তে ম্যাচ গড়িয়েছেও।
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়, পরে কাল আর খেলা হয়নি।
আজকেও প্রায় দেড় ঘন্টারও বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টির কারণেই। আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলম্বোয়। যে কারণে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচ আবারও শুরু হওয়ার কথা থাকলেও হয়নি।
স্বস্তির খবর, বৃষ্টি থেমেছে। মাঠও উপযোগী হয়েছে খেলার। এর মধ্যেই আবারও শুরু হয়েছে ম্যাচ। স্ট্রাইকে আছেন বিরাট কোহলি, নন স্ট্রাইকে লোকেশ রাহুল।