রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে সামনে আগামী ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে।
কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না। এভিজি অপারেশন বলেছেন, আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) বিকেলে থেকে অনলাইনে টিকেট ছাড়া হবে। তবে, ট্রেন চলাচল সম্পর্কিত অন্যান্য সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
সোমবার (১২ জুলাই) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম দৈনিক মিরর অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রজ্ঞাপন হওয়ার পর বাকি সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, প্রধান তথ্য অফিসার জানিয়েছেন, করোনা মহামারি বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
এম/এফ বি -১২