আগে ব্যাট করে ভারত ২৬৬ রানে অলআউট হওয়ার পর যখন ড্রেসিংরুমে যাচ্ছে, তখনই বৃষ্টি এসেছিল পাল্লেকেল্লেতে। শেষ পর্যন্ত ওই বৃষ্টিই ম্যাচের ভাগ্য লিখে দিল!
এশিয়া কাপের সবচেয়ে প্রার্থিত ম্যাচের দ্বিতীয় ইনিংস আর হতেই পারল না!
ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে এক পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। ভারতকে সুপার ফোরে যেতে হলে নেপালের বিপক্ষে পরের ম্যাচে হার এড়াতে হবে। কঠিন চ্যালেঞ্জ বটে!