[qsm quiz=2]
* এশিয়া কাপ চলাকালীন এই কুইজ আয়োজন করা হবে। অর্থ্যাৎ ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর- মোট ১৯দিন কুইজের আয়োজন করা হবে।
* অংশগ্রহণকারীরা প্রদত্ত প্রশ্নসমূহের সঠিক উত্তর বাছাই করে নিজের পূর্ণ নাম, সচল ই-মেইল আইডি, মোবাইল নম্বর ও জেলা সাবমিট করবেন।
* প্রতিদিন ( দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত) কুইজের সময় দেয়া থাকবে, এই সময়ের মধ্যে অংশগ্রহণ করা যাবে। পুরো টুর্নামেন্টে কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক (১) জন সৌভাগ্যবান বিজয়ীকে বেছে নেয়া হবে।
* বিজয়ীদের সঙ্গে ই-মেইল ও মোবাইলে যোগাযোগ করা হবে এবং তাদের তালিকা দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ এর ওয়েব সাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এক্ষেত্রে প্রতিযোগীদের ই-মেইল এবং মোবাইল নম্বর সচল থাকা আবশ্যক।
* দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ এবং উক্ত আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
* কুইজ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।