রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন ভারত আছে। আছে শক্তিশালী পাকিস্তানও। শ্রীলঙ্কাও কঠিন সময় কাটিয়ে গুছিয়ে উঠছে। এই দলগুলোকে ছাপিয়ে বাংলাদেশ শিরোপা জিতবে- এটা বাংলাদেশের ক্রিকেটাররাও হয়তো বিশ্বাস করেন না।
তবে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বাংলাদেশকেও সম্ভাবনার দৌড়ে রেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। অবশ্য বাংলাদেশের সঙ্গে তিনি শ্রীলঙ্কা আর আফগানিস্তানকেও জুড়ে দিয়েছেন।
শাস্ত্রী বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলেছে এবং বড় বড় দলকে হারিয়েছে। আর এই সংস্করণে তারা বেশ স্বচ্ছন্দ।’
দলগুলোর মধ্যে ব্যবধান কমে আসায় এবারের এশিয়া কাপ নিয়ে রোমাঞ্চিত শাস্ত্রী, ‘এ যাবৎকালের সেরা এশিয়া কাপ হতে পারে এটি। দলগুলোর মধ্যে ব্যবধান অনেক কমে এসেছে।’
মিরর/ এ এস