পাকিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলে বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণহানী হয়েছে। গত ১৪ জুন থেকে এ পর্যন্ত বন্যায় দেশটিতে ৭০০ জনের বেশি মানুষের প্রাণ গেছে।
তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ জনের মধ্যে সিন্ধু প্রদেশে ছাদ ধসে, বিদ্যুৎস্পৃষ্টে ও বন্যার পানিতে ডুবে মারা গেছেন ২৫ জন। গত সোমবার ওই প্রদেশের খায়েরপুর জেলার একটি গ্রামে মসজিদের ছাদ ধসে ৭ জন মুসল্লি মারা যান।
এদিকে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটির উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার অন্তত চারটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বেলুচিস্তান, কেপি ও পাঞ্জাবের বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।