সীমান্তবর্তী গ্রাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আদাবাড়িয়া ইউনিয়ন এ-র ধর্মদহ গ্রামের মানুষ।ভারতের ডেল্টা ভেরিয়্যান্ট দাপিয়ে বেড়াচ্ছে সমস্ত জেলা।
এখন শুধু জেলা পর্যায়ে না এটা পৌছে গেছে প্রান্তিক গ্রামগুলোতে ও।হয়েছে বেশ কয়েকজন আক্রান্ত এমনকি কয়েকজন মা-রা গেছে এ-ই প্রান্তিক গ্রামে।এ-র প্রভার বেশ ভালভাবেই পড়তে শুরু করেছে গ্রামে।গ্রামের প্রায় ৬০-৭০% লোক জ্বর ও ঠান্ডায় আক্রান্ত এমন টা-ই জরিপে পাওয়া।
এমন প্রভাব থাকলেও তারপরও বেশ ধুমধামে চলছে গ্রামের চায়ের দোকান।চা পান করার সাথে সাথে চলছে খোশগল্প।তারপরও গ্রামে খোজ খবর নিয়ে জানা গেলো যারা জ্বর বা ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন তারা কোনোমতে ঠান্ডা জ্বরের ওষুধ খেয়ে পার করছে দিন।এইভাবেই চলছে গ্রামের মানুষের জীবনযাত্রা।এমনভাবেও চললেও পরীক্ষার প্রতি একদম অনীহা গ্রামের মানুষের।
এ-ই ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে যানা যায় যে আমাদের এখানে স্যাম্পুল কালেকশন এ-র ম্যান পাওয়ায় যথেষ্ট না থাকায় প্রান্তিক গ্রামে গিয়ে স্যাম্পুল কালেকশন করা সম্ভব হচ্ছেনা
। এছাড়া তিনি আরও বলেন যখন কোনো রোগী যদি খুব বেশি শয্যাশায়ী হয়ে যায় তখন যদি কেও তথ্য দেই সেক্ষেত্রে স্যাম্পুল কালেকশন করা যেতে পারে।এছাড়া তিনি আরও বলেন যে জলসেচনার কোনো বিকল্প নেই।