1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
দেশসেরা ফ্রিল্যান্সার সম্মাননা পেলেন খোকসার মাহফুজুর রহমান » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১০:২৬|

দেশসেরা ফ্রিল্যান্সার সম্মাননা পেলেন খোকসার মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২১ বার সংবাদটি পড়া হয়েছে
84571892581 6 scaled

ফ্রিল্যান্সার সম্মেলনে দেশ সেরা ফ্রিল্যান্সার সম্মাননা পেলেন খোকসার মাহফুজুর রহমান। শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল ফ্রিল্যান্সারের কনফারেন্স ২০২৩।সম্মেলন উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

ফ্রিল্যান্সার সম্মেলনের আহ্বায়ক ফয়সাল মোস্তফা জানান, ‘ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (এফওবি)’ নামের ফেসবুক গ্রুপ এই সম্মলনের আয়োজন করা হয়।

ফ্রিল্যান্সার সম্মেলনের অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস), জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পৃষ্ঠপোষকতা করছে জেপটো অ্যাপস, মনস্টারক্ল লিমিটেড, বিজনেস গ্লোবালাইজার, উইন্ডডটঅ্যাপ, টেক্সা জিনি, ডায়ানা হোস্ট লিমিটেড, ট্যাপওয়ান, পিক্সেলিন, কাজী অ্যান্ড কাজী টি এবং জিল ক্যাফে।

DSC00706

ফ্রিল্যান্সার মাহফুজুর রহমান / ছবি সংগৃহিত

সেখানে সারা বাংলাদেশ থেকে দেশ সেরা ১৫ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা প্রদান করা হয়।সেখানে ঢাকা বিভাগ থেকে দেশসেরা ফ্রিল্যান্সার মনোনীত হন খোকসার মো মাহফুজুর রহমান।তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার,খোকসা থানায়, ধোকড়াকোল গ্রামে। বাবার চাকুরীর সুবাদে ছোট থেকে ঢাকায় অবস্থান করেন। তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন।

২০১৮ সালে তিনি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন জব মার্কেট প্লেসে কাজ করা শুরু করেন।প্রথমে দিকে তিনি একা কাজ করা শুরু করেন।পরে কাজের পরিধি বাড়লে তিনি একটা টিম নিয়ে কাজ করা শুরু করেন ।প্রথম দিকে টিম নিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

 

কারন বাংলাদেশের উঠতি ফ্রিল্যান্সারা সঠিক প্রশিক্ষণ গ্রহণ না করেন বিভিন্ন মার্কেটপ্লেস বা কম্পানিতে যোগদান করে যার, ফলে কাজের সঠিক মানদণ্ড ঠিক রাখতে পারতো না।যার ফলে বিদেশি কম্পানি বা ক্লায়েন্টদের কাছ থেকে খারাপ রিভিউ পেতে হত। তিনি বলেন এখন এটা অনেকাংশে কমে এসেছে।

 

তিনি আরো জানান তার টিমে এখন ২০-২৫ জন কাজ করছে।যারা কিনা নাম করা সব প্রতিষ্ঠান থেকে তাদের লেখাপড়া শেষ করেছে।

 

তাকে প্রশ্ন করা হয়, শুধু কি কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা শেষ করেছে তাদের কে তার টিমে অন্তভুক্ত করা হয় কিনা?

 

তিনি জানান আমার টিমে একমাত্র অভিজ্ঞতাকে আমি প্রাধান্য দিয়ে থাকি।কারণ আমার প্রজেক্ট সব আমেরিকা ক্লায়েন্টদের সাথে।কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য আমাকে সব সময় অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হয়।

 

তিনি আরো বলেন নতুন যারা শিখতে চান আমি তাদের সব সময় সাহায্য করার চেষ্টা করি।আমাকে যে যখন নক দেয় আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে আমার পরিকল্পনা আছে নতুনদের নিয়ে সঠিক গাইড লাইন দেওয়ার।কারন এখন নতুনরা শিখতে যেয়ে অনেক প্রতিষ্ঠান থেকে প্রতারিত হচ্ছে।

 

যার ফলে প্রথম দিকেই তারা হতাশা এবং নিজেদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। যা ফ্রিল্যান্সার পেশার প্রতি খারাপ ধারণা সৃষ্টি করে। তিনি আরো জানান,বর্তমান যুগের সাথে চলতে হলে আপনাকে নানা রকম স্কিল আপনাকে আয়ত্ত করতে হবে।তা না হলে আপনি পিছনের সারিতে পড়ে যাবেন।

 

খোকসাতে কোন কিছু করার পরিকল্পনা আছে কিনা জানটে চাইলে তিনি জানান, সেই রকম সুযোগ সুবিধা পেলে একটা আইটি ফার্ম করার ইচ্ছা আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024