কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি মোকাবেলায় কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম,
পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতামতের ভিত্তিতে করোনা সংক্রমণ মোকাবেলায় সিদ্ধান্ত নেওয়া হয়।