রাশিয়ার রাজধানী মস্কোর কাছে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালে (এসইউভি) শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন দার্শনিক ও রাজনৈতিক ভাষ্যকার আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা।
স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে মস্কো থেকে ২০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুগিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান কৌশলবিদ মনে করেন পশ্চিমা তাত্ত্বিক, বিশ্লেষক ও নীতিনির্ধারকরা।
‘পুতিনের মস্তিষ্ক’ কিংবা ‘পুতিনের রাসপুতিন’ হিসেবে পরিচিত এ ব্যক্তির মেয়ে দুগিনাও রাজনৈতিক ভাষ্যকার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, সড়কের মাঝে গাড়িতে বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু হয় দুগিনার।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া গাড়িটি ধাক্কা খায় বেড়ার সঙ্গে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাড়িতে একজন নারী ছিলেন, যার দেহ এতটাই পুড়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি।
রাশিয়ার সংশ্লিষ্ট দপ্তরগুলো নিহতের পরিচয় নিশ্চিত করেনি, তবে রুশ বেশ কিছু টেলিগ্রাম চ্যানেল ও সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে নিহত নারী ৩০ বছর বয়সী দারিয়া দুগিনা। বিস্ফোরণের পরপরই তার বাবা আলেকজান্ডার দুগিনকে ঘটনাস্থলে বিমর্ষ অবস্থায় দেখা যায়।
শুরুর দিককার প্রতিবেদন অনুযায়ী, বাড়িতে তৈরি বিস্ফোরক থেকে এ ঘটনা ঘটতে পারে, তবে তদন্তকারীরা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ কিংবা উদ্দেশ্যের বিষয়ে কিছু বলেননি।