কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :
কোভিড ১৯ এর ভয়াল থাবায় কর্মহীন হয়ে পরা কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া লালন একাডেমি ও শিলাইদহের কুঠিবাড়ির বকুল তলার অসচ্ছল সংগীত শিল্পীদের বিভাগীয় কমিশনার খুলনা হতে প্রাপ্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ই জুলাই) বিকেলে ছেঁউরিয়া লালন একাডেমি ও শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম লালন একাডেমির ৩৫ জন এবং শিলাইদহ কুঠিবাড়ির বকুলতলার ৬ জন মোট ৪১ জনের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে বিতরন করেন।
শিলাইদহ কুঠিবাড়ির বকুলতলার অচ্ছল সংগীত শিল্পীদের আর্থিক অনুদান প্রদান। – মিরর অফ বাংলাদেশ
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছা : শারমিন আক্তার, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান এবং লালন একাডেমির এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।