উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে জামালপুরে মেলান্দহে বন্যার পানি বৃদ্ধি পেয়ে ভরে গেছে নদ-নদী। এতে নদীর তীরবর্তী ফসলি জমিতে ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন পাট চাষিরা। বন্যার আশঙ্কায় সময় হওয়ার আগেই বাধ্য হয়ে পাট কাটতে হচ্ছে তাদের।
যমুনা ব্রহ্মপুত্র ঝিনাই নদীর ত্রিমোহনী উপজেলাটিতে এবার ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী ২৪ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
সরেজমিনে উপজেলার মাহমুদপুর ঘোষেরপাড়া, ঝাউগড়া, নাংলা ইউনিয়নের ঘুরে দেখা যায়,’ পাহাড়ি ঢাল ও টানা বৃষ্টিতে নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী জমিতে পানি ঢুকছে। জমিতে পানি ঢুকে পড়ায় পাট কাটতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পাট কাটার সময় না হওয়ার আগেই বাধ্য হয়েই পাট কাটছে তারা।
স্থানীয় কৃষকেরা জানান,’প্রায় এক সপ্তাহ আগে থেকে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টিও হচ্ছে , প্রতিদিন দিনে দুই একবার করে বৃষ্টি হয়। গত তিনদিন ধরে নদীর পানি ভরে পাট খেতের ভিতরে ঢুকে পড়ছে পানি। তাই পাটের আঁশ ভালো করে না হতেই পাট কাটতে হচ্ছে। ১৫-২০ দিন পরে পানি আসতো তাহলে পাটের আঁশ পরিপক্ব হতো।
উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কৃষক নাজমুল হোসেন নদীর তীরবর্তী চর গোবিন্দী গ্রামে চার বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি জানান, আর ১৫-২০ দিন পর কাটলে পাটের আঁশ পরিপক্ব হতো।
এতে পাট ওজনে বেশি হতো আমরা লাভবান হতাম কিন্তু টানা বৃষ্টিতে পাট ক্ষেতে নদীর পানি প্রবেশ করেছে। কি আর করার বাধ্য হয়ে পাট কাটতে হচ্ছে।
ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল এলাকায় কৃষক আব্দুল বাতেন বলেন,’ পাট কাটার বয়স এখনো হয় নাই, পানি বাড়তে শুরু করেছে তাই পাট কাটাও শুরু করছি। , এখন যদি পাট না কাটি, পরে পানি আরও যদি বেশি হয় তখন তো কিছুই পাবো না।
ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকার কৃষক ফুলউদ্দিন বলেন,’ আমি দেড় বিঘা জমিতে পাট চাষে করছি, আমার সব মিলে খরচ হয়েছে ১০ হাজার টাকা। বন্যার পানি আসাতে পাট পরিপক্ব হওয়ার আগেই কাটতে হলো। পাট আবাদে এবার লাভ হবে না। যদি দুই সপ্তাহ পরেও পানি আসতো হলে কিছু টা পাটের আঁশ পরিপক্ব হয়তো। পাট বেশি হয়তো আমাদের কিছু টা হয়তো লাভ হয়তো।
মেলান্দহ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছরে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭০০ হেক্টর। চাষ হয়েছে ১ হাজার ৩০০ হেক্টর। লক্ষ্য মাত্রা থেকে ৪ শত হেক্টর কম চাষ হয়েছে। উপজেলার ১ হাজার ৪০০ কৃষকের মাঝে সার ও পাটের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,’কয়েকদিন হলো নদীতে পানি ঢুকেছে, পাট কাটার আমাদের বিষয়ে এখনো জানা নেই।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি পরিমাপক আব্দুল মান্নান বলেন,’বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট শুক্রবার বেলা ১২টায় বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।