সম্প্রতি ওয়ানডে বোলারদের র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত তালিকায় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। সাপ্তাহিক হালনাগাদে বড় লাফ দিয়ে ৬ ধাপ এগিয়েছেন এই কাটার মাস্টার।
বুধবার (১৭ আগস্ট) প্রকাশিত র্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় সেরা ১০ এ যায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। সবমিলিয়ে ৬৪০ রেটিং পয়েন্ট এই পেসারের।
এছাড়া ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম তার ক্যারিয়ারসেরা ৫৩তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার ১৮ ধাপ এগিয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন মোস্তাফিজ। তাইজুল ৩৪ রানে শিকার করেন ২ উইকেট।
এছাড়া শেষ ওয়ানডেতে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন।