কুষ্টিয়ার কুমারখালীতে শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার সুবর্ণা খাতুন (১৯) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল গ্রামের মো. চেনি হোসেনের মেয়ে। আর অভিযুক্ত শাহানা খাতুন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই কলেজপাড়ার মৃত জয়নালের স্ত্রী।
ভুক্তভোগী সুবর্ণা খাতুন জানান, দুই বছর আগে রডমিস্ত্রি সবুজের সঙ্গে তার বিয়ে হয়। আট মাস আগে তার সন্তান হয়। এরপর থেকে তার স্বামীকে বিদেশ যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন শাশুড়ি। কিন্তু তিনি কোনোভাবেই স্বামীকে প্রবাসে পাঠাতে রাজি হননি। এ নিয়ে মাঝে মধ্যেই তার শাশুড়ি তার সঙ্গে দুর্ব্যবহার করতেন।
তিনি জানান, সোমবার সকালে তার স্বামী কাজে গেলে শাশুড়ি এসে রুমের আসবাবপত্র ও কাপড়-চোপড় বাইরে ফেলে দেন। এ সময় তিনি বাধা দিলে তার হাত বাঁধার চেষ্টা করেন শাহানা খাতুন।
অবস্থা বেগতিক দেখে আট মাস বয়সী ছেলেকে নিয়ে দৌড়ে বাইরে আসেন। এ সময় তার শাশুড়িও পিছু পিছু এসে রাস্তায় বেধড়ক মারপিট শুরু করেন। তার চুল টেনে ছিঁড়ে ফেলেন।
নির্যাতিত এই গৃহবধূ আরও জানান, স্বামীকে প্রবাসে যেতে বাধা দেওয়ায় শাশুড়ি তার সঙ্গে সব সময় অমানবিক আচরণ করেন। এর আগেও অনেকবার তাকে নির্যাতন করেছেন।
জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আল বাকি বাদশা জানান, নির্যাতনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
মিরর/ আবদুল্লাহ