ঢাকা অফিসঃ
একজন ক্ষুদে বিজ্ঞানী। মাত্র দশম শ্রেণিতে পড়ে। বলছি পাবনা জেলার ঈশ্বরদী থানার তাহের মাহমুদ তারিফের কথা৷ ১৬ বছর বয়সী এই বিষ্ময় বালক আবিষ্কার করেছে একটি অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র।
যেটি প্রতি মিনিটে ২৫ লিটার ৯২% বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন করতে পারে। এই যন্ত্রটি আবিষ্কার করতে গিয়ে সে চার চার বার ব্যর্থ হয়েছে।
অবশেষে পঞ্চমবারে সফল হয়েছে। এমন এক সময়ে সে যন্ত্রটি আবিষ্কার করেছে যখন চারিদিকে অক্সিজেন এর জন্য হাহাকার! কতো প্রয়োজন আমাদের জন্য এটি! যন্ত্রটি আবিষ্কার এর পেছনের ইতিহাস অনেক করুণ৷
গতবছর তারিফ তার বাবা কে হারিয়েছে। তার বাবা করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন এর অভাবে মারা যায়। এই শোক কে শক্তিতে রূপান্তরিত করেছে তারিফ৷
কারণ সে চায়নি আর কোনো সন্তান কে যেনো বাবা হারা হতে না হয়। আমি সত্যিই অবাক হয়েছি৷ আমার দেশের অজপাড়া গাঁয়ে কতো মেধা লুকিয়ে আছে৷ কতো উজ্বল সম্ভাবনা গুলো লুকিয়ে আছে৷
আমরা সেই মেধা গুলো ব্যবহার করতে পারছিনা। এটিই আমাদের ব্যর্থতা৷ আজ দেশ যদি তারিফদের কদর বুঝতে না পারে তাহলে সেটি এদেশের জন্য কলঙ্ককর অধ্যায় হবে৷
আমরা আমাদের দেশকে ছোটো করবোনা৷ আমাদের ও সামর্থ্য আছে৷ আমরাও পারি৷ আমাদের দেশেও বিজ্ঞানী জন্মায়৷ আমরা শুধু একটি জিনিষ পারিনা সেটি হলো গুণীর কদর করা।
অভিনন্দন তারিফ। তুমি আমাদের সম্পদ, আমাদের অহংকার।