নাটোর শহরের বলারীপাড়া মহল্লায় ভাড়া বাসায় কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-১ এর বিচারক মো. মোসলেম উদ্দিন এই আদেশ দেন।
কোর্ট ইনস্পেক্টর নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে মামুনকে আদালতে আনে পুলিশ। আসামিপক্ষ তার জামিন আবেদন করে। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এ ঘটনায় রবিবার (১৪ আগস্ট) বিকালে নিহতের চাচাতো ভাই সাবের হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় মামুনকে আটকে করে সোমবার আদালতে পাঠায় পুলিশ।