1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
এশিয়া কাপে সাকিব-মুশফিক চাইলে ওপেনিং খেলতে পারে: সুজন » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১০:২৭|

এশিয়া কাপে সাকিব-মুশফিক চাইলে ওপেনিং খেলতে পারে: সুজন

অনলাইন ডেস্ক:  
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১ বার সংবাদটি পড়া হয়েছে
image 409914 1617864299
ছবি সংগৃহিত

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে স্বীকৃত ওপেনার হিসেবে আছেন মাত্র দুজন, এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন।

এর মধ্যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বিজয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত ইমন। এই দুজনকেই ওপেনার হিসেবে বিবেচনায় নিতে হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। যদি কোনো ওপেনার চোটে পড়েন তখন বিপদে পড়তে হবে বাংলাদেশকে।

 

অবশ্য সেই চিন্তাও মাথায় আছে বাংলাদেশ দলের। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও বেশ কয়েকজন বিবেচনায় রয়েছেন। মূলত ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করার অভিজ্ঞতা আছে যাদের তাদেরকে বিবেচনায় রাখা হয়েছে। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী রয়েছেন।

 

অবশ্য টিম কম্বিনেশনের কথা চিন্তা করেই ওপেনিং জুটি বাছাই করা হবে জানিয়েছেন সুজন। তিনি বলেন, ‘আমাদের এখানে স্বীকৃত ওপেনার বলতে বিজয় অথবা ইমন।

 

বাকি অনেকেই কিন্তু লোকাল ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং আক্রমণ তাদের বিপক্ষে কাদের ওপেন করাবো এটাই চিন্তা করতে হবে। মুশফিক হতে পারে। বলা যায় না এটা সাকিবও হতে পারে।

 

মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। আমাদের অনেকগুলো অপশন আছে। তবে কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করবো।’ কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

 

যদিও তিনি টি-টোয়েন্টি খেলেন না আরও এক-দেড় বছর আগে থেকেই। তার অবর্তমানে বেশ কয়েকজন ওপেনারকে খেলালেও তারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই চিন্তার ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের কপালে।

 

সুজন বলেন, ‘আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ওদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করবো কোনো কোনো জায়গায়, চিন্তা করবো ওরকম। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।’

মিরর/মাহাদী

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024