রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আজ দুপুর ১২টায় লালবাগের চকবাজারের দেবীদ্বার ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে তা পাশের একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পরপরই লালবাগ, সদরঘাট ও কেন্দ্রীয় কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন আরো ছড়িয়ে পড়লে আরো চারটি ইউনিট যোগ করা হয়। পরে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন নেভার পর ৫-৬ জন নিখোঁজ আছেন বলে দাবি করেন স্বজনরা। তারা সকলেই ভবনের নিচতলায় থাকা বরিশাল হোটেলের কর্মচারী।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরো ভবনে তল্লাশি চালায়। এসময় দোতলার একটি কোনা থেকে চারজনের এবং অন্য পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মিরর/ হিমেল