“বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলে আমরা আলোর সন্ধান পেয়েছি। অন্যথায় এ দেশ অন্ধকারে নিমজ্জিত হতো।
আরো পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পণ
এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বনানী কবরস্থান।