মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরি এবং ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের ম্যাচটা ভেস্তে গেল বৃষ্টিতে। বৃষ্টি না থামায় আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগার বাহিনী নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে।
এরপরে ইনিংস বিরতির মধ্যেই শুরু হয় বৃষ্টি। কাট-অফের জন্য সময় বেঁধে দেয়া হয় রাত ৯টা ৩৩ পর্যন্ত। তবে সাড়ে আটটার মধ্যে বৃষ্টি না থামায় আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
কাগজে-কলমে স্বাগতিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও এদিন যেন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কাট-অফ টাইম ছিল ৯টা ৩৩ মিনিট। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে।