ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ শেষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সেই প্রথম ম্যাচে ৩ উইকেট হারালেও সাকিব আল হাসানের ব্যাটে লড়ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে সাকিব তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫৩তম অর্ধ-শতক। তৌহিদ হৃদয় কে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে চলেছেন সাকিব।
ইতিমধ্যে ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৫ রান। ক্রিজে ৫০ রানে ব্যাট করছেন সাকিব এবং ৪০ রানে ব্যাট করছেন হৃদয়।
যদিও এদিন খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে।
কার্টিস ক্যাম্পায়ারের বলকে মিড অনে পাঠিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়। এদিকে মুশফিকুর রহিমের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে ৯৯ রান।
৭ হাজার রানের মাইলফলকে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে একজনই পৌঁছেছেন তামিম ইকবাল। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৬ রান।