সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।
শনিবার (১৩ আগষ্ট) বিকালে রাজধানীর গুলশানে এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।